চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। শনিবার দুপুর ১২ টার দিকে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সাগর কান্তি দে সম্প্রতি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বের হওয়ার পথে ধাওয়া দেয় ছাত্রলীগের কর্মীরা।
কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান আতিফ বলেন, অধ্যক্ষ স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং কলেজে নবাগত এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেরিয়ে আসার পথে ছাত্রলীগের কয়েকজন যুবক আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা আমাদের গালিগালাজ ও কিল ঘুষি মারতে উদ্যত হয়। আমাদের নিজেদের রক্ষা করতে অন্যত্র সরে গিয়ে অবস্থান নিই।
এসময় বহিরাগত কিছু যুবক মোটর সাইকেল নিয়ে কলেজে প্রবেশ করে অরাজকতা সৃষ্টির পায়তারা চালায় বলেও জানান তিনি।
ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষকে ফুল দিয়ে বহিরাগত কিছু যুবক নিয়ে কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগ ও সাধারণ ছাত্ররা মিলে তাদের বের করে দেয় বলে জানান কলেজ ছাত্রলীগের (একাংশের) সভাপতি সাদ্দাম হোসেন।
অপর অংশের (মোসলেম উদ্দিন অনুসারী) কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম.কাজেম জানায়, ছাত্রদলের কিছু বহিরাগত কর্মী কলেজ ক্যাম্পাসে ঢুকে শোডাউনের চেষ্টা চালায়। এসময় ছাত্রলীগ এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে কলেজ থেকে বের করে দেয়।