সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

একুশে পত্রিকায় সংবাদ, বারকোডের অবৈধ পার্কিং বন্ধে পুলিশের অভিযান

| প্রকাশিতঃ ৯ মে ২০২৩ | ১১:১৫ অপরাহ্ন

একুশে প্রতিবেদক : একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও অমান্য করে নগরের মুরাদপুরে অবস্থিত বারকোড ফুড জংশনের সামনের সড়কে অবৈধ গাড়ি পার্কিং করা হচ্ছিল। এবার সেই অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

সোমবার (৮ মে) দুপুরে সড়কের ফ্লাইওভারের সংযোগস্থলের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কে পার্কিং নিরুৎসাহিত করতে রেস্টুরেন্টটির সামনে ব্লক বসিয়েছে ট্রাফিক বিভাগ।

এসময় অবৈধ পার্কিংসহ নানা অপরাধের দায়ে প্রায় ডজনখানেক গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেয় পুলিশ। এর আগে শনিবার ও রবিবার একাধিক গাড়ির বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ।

সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের উপকমিশনার জয়নুল আবেদীন বলেন, ‘যেহেতু বারবার ওই স্থানে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছিল, সড়কের যানচলাচল যাতে ব্যাহত না হয় তাই বারকোডের সামনে আমরা আলাদা ব্লক বসিয়েছি। এতে করে পার্কিং স্পেস সংকুচিত হয়ে যাওয়ায় মূল সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের সুযোগ আর নেই। এরপরও যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

এর আগে গত ৭ মে ‘ব্যস্ত সড়কের নো পার্কিং জোনে বারকোডের অবৈধ পার্কিং’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে একুশে পত্রিকা। যেখানে বারকোড ফুড জংশনের সামনের সড়কের উপর অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়। এ ধরনের সংবাদ প্রকাশের প্রশংসা করে এ বিষয়ে হার্ডলাইনে যাওয়ার কথা জানিয়েছিল সিএমপির উপকমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন। যার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।

মূলত পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় বারকোড রেস্টুরেন্টে আসা ভোক্তা-অতিথিদের গাড়ি দীর্ঘদিন ধরে মূল সড়কে পার্কিং করতে হতো। সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে একাধিকবার হুঁশিয়ারির পরও কর্ণপাত করেননি বারকোড গ্রুপের মালিক মঞ্জুরুল হক। ফলে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে অ্যাকশানে যায় ট্রাফিক বিভাগ।