বাসস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমদ আজ বাসসকে জানান, ‘আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। এর মধ্যে ঈদের আগে ৬টি দলের সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। বাকি ৩৪টি দলের সঙ্গে ১০ সেপ্টেম্বর থেকে সংলাপ চলবে।’
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপ করবে।
তিনি জানান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতাসহ ৬০ জন মিডিয়া ব্যক্তিত্বকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।
সচিব বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সংলাপের পর কমিশন বৈঠকে বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক করবে। ওই বৈঠকেই ঠিক করা হবে কোন কোন দলের সঙ্গে প্রথমে সংলাপ হবে এবং তখন দলগুলোর সঙ্গে সংলাপের একটি পূর্ণাঙ্গ সময়সূচিও তৈরি করা হবে।’
তিনি বলেন, প্রতিদিন সকাল ও বিকেলে সংলাপ হবে এবং প্রতিটি দলের ১০ জন করে প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।
গত ৩১ জুলাই সুশীল সমাজ ও স্টেকহোল্ডার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। সুশীল সমাজে স্টেকহোল্ডারের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।