চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বাতী রানী শীল।
রোববার (১৪ মে) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর ফলাফল বিবরণী তালিকায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইভেন্টে স্বাতী রানী শীলের নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০১৮-১৯ সালেও পরপর দুইবার একই উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৮ সালে মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় স্বাথী রানী শীলের শিক্ষকতা জীবন। যোগদানের পর থেকেই সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। শ্রেণিকক্ষে সহজ ও সাবলীল ভাষায় পাঠদান করার ক্ষেত্রে বেশ সুনামও রয়েছে এ শিক্ষিকার।
স্বাতী রানী শীল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের শীলপাড়া এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক ফনিন্দ্র লাল শীল ও রাণী বালা শীলের সন্তান। তিনি নগরের জামালখান সড়কের রানী জেনারেল স্টোরের স্বত্বাধিকারী অজিত কুমার শীলের স্ত্রী।
উপজেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়ে স্বাতী রানী শীল বলেন, ‘এ অর্জন আমার একার নয়, এ অর্জন মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের। সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী শিক্ষা দিতে। শিক্ষার মান বাড়াতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়কে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আমার আজকের এ অর্জন শিক্ষকতা পেশায় আরও বেশি অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’