বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালায় উপজেলার ৫২টি কেজি স্কুলের ১৫০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সকালে আকুবদন্ডী প্রত্যাশী কেন্দ্রীয় কার্যালয় অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
সমাপনী অনুষ্ঠান এসোসিয়েশনের সভাপতি সেকান্দর আলম বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রাশিদা খানম, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, আবুল হাশেম সিকদার, মো. সানাউল্লাহ ফারুকী, মঞ্জুর মোরশেদ, আরিফুল হক, লুৎফুন্নাহার বেগম, মো. জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন ও ইব্রাহিম তালুকদার প্রমুখ।