রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আক্রান্ত ৬৮ জন শনাক্ত

প্রকাশিতঃ ১ জুলাই ২০২৩ | ৮:৫৩ অপরাহ্ন


ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে এ সময় শনাক্ত হয়েছেন ৬৮ জন। কোভিডের শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬২ জনের এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪২ হাজার ৬৬০ জন।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ৮ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১০৪টি, অ্যান্টিজেন টেস্ট-সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১০৩টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।