শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

এস আলমের অর্থপাচার বিষয়ে খবর প্রকাশের ওপর নিষেধাজ্ঞার আবেদন

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৬ পূর্বাহ্ন


ঢাকা : এস আলম গ্রুপের বিদেশে টাকা পাচার বিষয়ে তদন্ত করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সেটি স্থগিত চেয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যে আপিল করা হয়েছে, তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে গণমাধ্যমে কোনো ধরনের খবর ও মতামত প্রকাশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীব ব্যারিস্টার সায়েদুল হক সুমন যেসব ভিডিও প্রচার করেছেন, তা অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও পরিচালক ফারজানা পারভীন। তাদের আইনজীবী সাইফুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে।

এর আগে, দ্য ডেইলি স্টারে সিঙ্গাপুরে এস আলম গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে গত ৫ আগস্ট সিঙ্গাপুরে এস আলম গ্রুপের ১ বিলিয়ন ডলার বিনিয়োগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), বিএফআইই ও সিআইডসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে লিভ-টু আপিল আবেদন করা হলে গত ২৩ আগস্ট এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ ও অর্থপাচারের অভিযোগ তদন্তে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।