চট্টগ্রাম : নগরের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (১৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লর গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠিতে ম্যানেজিং কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত চিঠিতে মো. সেলিম আফজলকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে ৫ জন অভিভাবক প্রতিনিধি ও ৩ জন শিক্ষক প্রতিনিধির নাম উল্লেখ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, ‘ম্যানেজিং কমিটি থাকলে বিদ্যালয় পরিচালনায় জটিলতা কমে যায়। বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়ে। বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার পর অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সভাপতি হয়েছেন এই বিদ্যালয়েরই প্রথম ব্যাচের ছাত্র। তিনি আগেও এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে ইপিজেড থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।’