চট্টগ্রাম: গত সপ্তাহে দুর্দান্ত খেলার পর বাংলাদেশের আত্মবিশ্বাস অবশ্যই তুঙ্গে- বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।
ঢাকা টেস্টে হারের পর স্টিভেন স্মিথের মুখটা যেমন ভার দেখা গিয়েছিল স্মিথের। আজ সংবাদ সম্মেলনে একটু পরিবর্তন দেখা গেল। তিন দিনের বিরতিতে বেশ সতেজ অস্ট্রেলিয়া অধিনায়ক। তবে মাথার ওপর জেঁকে বসা চাপ সরাতে পারছেন কোথায়?
‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চাপ থাকবে, স্কোর লাইন কত, সেটা ব্যাপার নয়। এটা ঠিক, আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছি। সিরিজে ফিরতে হলে এই টেস্টটা জিততে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। গত সপ্তাহে যা খেলেছি, তার চেয়ে ভালো খেলতে হবে। গত সপ্তাহে দুর্দান্ত খেলার পর অবশ্যই বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে’।
চট্টগ্রাম টেস্টের আগে একাদশ নিয়ে স্টিভ স্মিথ বললেন, ‘আমরা সবকিছু নিয়েই আলোচনা করেছি। তবে টসের আগ পর্যন্ত নাম বলতে পারছি না। উইকেট আরেকবার দেখতে হবে। এই মুহূর্তে উইকেট কাভারে ঢাকা। বৃষ্টি হচ্ছে। একাদশ তৈরির সুযোগ তাই তৈরি হয়নি।’