চট্টগ্রাম: অস্ট্রেলিয়া দলকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এরপরও ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। ঢিল লেগেছে অস্ট্রেলিয়া দলের বাসে। এতে ভেঙেছে বাসের কাচ। তবে স্বস্তির কথা- এই ঘটনা ভাবাচ্ছে না অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক ম্যানেজার শন ক্যারলকে।
ঘটনা কাল মাঠ থেকে ফেরার সময়। কিছু না বুঝেই টোকাই ঢিল ছুড়েছিল। হঠাৎ ছুটে আসা ছোট পাথরখন্ডের আঘাতে অবশ্য কারও আহত হওয়ার ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ নিরাপত্তা বাড়ানো হয়েছে, টিম বাস চলাচলের রুট ও স্টেডিয়ামে সর্বত্র।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল বলেছেন, ‘গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এটা ছোট্ট একটা পাথরের আঘাত। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা খুশি।’
এদিকে অপ্রত্যাশিত এ ঘটনার পর টিম হোটেল, চলাচলের রাস্তা, স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশে আরও জোরদার হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বদলে ফেলা হয়েছে হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার রুট পর্যন্ত।