
বান্দরবান : বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আলতাজ উদ্দিন (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা সত্যতা নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্ত আলতাজ উদ্দিন (৩৪) লামা ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ড কাঁঠাল ছড়া এলাকার জকির আহাম্মদের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে সামাজিকভাবে শালিসি বৈঠক হয়। বৈঠকে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে ভবিষ্যতে উত্যক্ত না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর প্রতিবন্ধী কিশোরীর নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করে আলতাজ উদ্দিন। ওই দিন বিকেলে কিশোরীর মা বাড়িতে ফিরলে তাকে বিষয়টি জানায় ওই কিশোরী। ওই দিন লামা থানায় কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহল শেষে আদালত আজ এই আদেশ প্রদান করেন।
পিপি অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা জানান, অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্ত আলতাজ উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেছেন।