শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

এসপিপত্মী মিতু হত্যা মামলার সহায়তায় পাঁচ কমিটি

| প্রকাশিতঃ ১২ জুন ২০১৬ | ৬:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তে সহায়তার জন্য ‍পাঁচটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। রোববার দুপুরে সিএমপি কার্যালয়ে এক সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হকের উপস্থিতিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, আলাদাভাবে পাঁচটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। পাঁচটি কমিটির কাজগুলো হচ্ছে, অভিযান, আসামিকে জেরা, কেস ডকেট পর্যালোচনা, ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ।

পুলিশ সূত্র জানায়, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) নাজমুল হাছানের নেতৃত্ব কমিটিকে অভিযান পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। জেরার জন্য গঠিত কমিটির প্রধান হয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হুমায়ন কবির। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফকে কেস ডকেট পর্যালোচনার দায়িত্ব ও ভিডিও ফুটেজ সংগ্রহ কমিটির প্রধান হয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (আইসিটি) জাহাঙ্গির আলম। এছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহে নেতৃত্ব দেবেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কাজী মুত্তাকি ইবনু মিনান। প্রতিটি কমিটিতে সর্বনি¤œ পাঁচজন থেকে সর্বোচ্চ নয়জনকে সদস্য করা হয়েছে। নগর পুলিশের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম, পাঁচলাইশ, বন্দর, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও, আকবর শাহ থানার ওসি ও পরিদর্শক নেজাম উদ্দিনসহ নগর পুলিশ ও বিভিন্ন থানার দক্ষ এবং চৌকস কর্মকর্তাদের এসব কমিটিতে রাখা হয়েছে।

সভায় আইজিপি বলেন, মিতু হত্যায় জড়িতদের ধরতে সব সংস্থাকে একসাথে কাজ করতে হবে। যেভাবেই হোক খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এর কোন বিকল্প নেই।

এর আগে গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে নগরীর জিইসি মোড় এলাকায় যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। পুলিশের ধারণা, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভ’মিকা থাকার কারণে জঙ্গিরা তার স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দুইজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।