রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

৭ উইকেটের জয় পেল বিশ্ব একাদশ

| প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ১২:১৯ পূর্বাহ্ন

পাকিস্তান: দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পেল বিশ্ব একাদশ। এর আগে পাকিস্তানের লাহোরে সফরকারিদেরকে ১৭৫ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিকরা।

বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করে ৬ উইকেটে ১৭৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিশ্ব একাদশ। ফলে ৭ উইকেটের জয় নিয়ে সিরিজে সমতা আনতে সক্ষম হয় সফরকারিরা।

তার আগে গতকাল মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ২০ রানে হারায় পাকিস্তান। আর আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।