শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মমর বলিউড মিশন শুরু

| প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৯:২৯ পূর্বাহ্ন

ঢাকা: শুরু হলো জাকিয়া বারী মমর বলিউড মিশন। গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। এর মাধ্যমে প্রথমবারের মতো বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। চুক্তির পরদিন মমর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ছবিটির পরিচালক ফয়সাল সাইফ। তিনি লিখেছেন, ‘নতুন ছবি, নতুন পথচলা। শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে।’

মম এখন ঢাকায়। একটি অনলাইন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি। হিন্দি ছবিতে তার সহশিল্পী কারা? উত্তরে তার মুখে শোনা গেল-‘অন্য অভিনয়শিল্পীরা চমক! শুটিংয়ের আগে তাদের ও ছবির নাম ঘোষণা করবেন পরিচালক। আমাকে তিনি এটাই বলেছেন।’

প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের গল্প ভাবনা অবলম্বনে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। মমর চরিত্রটি বেশ সাহসী বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানান ফয়সাল সাইফ। তার পরিচালনায় ‘ডেঞ্জার’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়সাল খান। এটি মুক্তি পাবে এ বছর।

এদিকে বড় পর্দায় কয়েকটি ছবিতে কাজ করেছেন মম। এগুলো হলো-তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ এবং শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’। এছাড়া তার হাতে আছে তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’। মম এখন শামীম জামানের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী মোশাররফ করিম ও সাজু খাদেম।