শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

| প্রকাশিতঃ ১৩ জুন ২০১৬ | ৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গত কয়েকদিনের টানা বর্ষণে অধিকাংশ নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা।

এর আগে গত শনিবার থেকে শুরু হয় বৃষ্টিপাত। রোববার থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সোমবার সকালে শুরু হয় ভারি বর্ষণ। এতে নগরীর বাদুরতলা, চকবাজার, শুলকবহর, বাকলিয়া, বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, ষোলশহর ২নং গেট, মুরাদপুর এলাকা, চান্দগাঁও বি-ব্লক, হালিশহর মোগলটুলি, পাথারঘাটা এলাকার বিভিন্ন সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাট থেকে ষোলশহর পর্যন্ত হাঁটু সমান পানি জমেছে। সড়কে যানবাহন নেই। পথচারীদের অনেকেই পানি ডিঙিয়ে গন্তব্যে ছুটছেন। একই পরিস্থিতি বহদ্দারহাট-চকবাজার সড়কেরও। আগ্রাবাদ সিডিএ এলাকায় পানি জমায় সিডিএ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, সোমবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারি বর্ষণ আরো কয়েকদিন অব্যাহত থাকবে।