শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

পাটিয়ালছড়ি বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০২৩ | ২:৪৪ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম-ফটিকছড়ির পাটিয়ালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) উদযাপন ও অভিভাবক সমাবেশ ৩০ নভেম্বর সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবুল কাসেম ফারুকীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবীব (দ.) এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার জন্য আল্লাহর মাহবুব আওলিয়া কেরামের জীবন অনুসরণ ও তাঁদের দেখানো পথে সকলকে জীবন পরিচালনায় চেষ্টায় থাকার মধ্যেই জীবনের শান্তি, সফলতা ও কল্যান নিহিত রয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহশিক্ষা অফিসার মোহাম্মদ হাসান মুরাদ, মোহাম্মদ নাজমুল হক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক যথাক্রমে বিদ্যুৎ বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ মহসিন, সৈয়দ মোহাম্মদ আকবর, মোহাম্মদ আবদুল লতিফ, সৈয়দ মোহাম্মদ এরশাদ, সুচরিত খাস্তগীর, আশেকানে হক ভাণ্ডারী শোকর এ মওলা মনজিল এর সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ নাসির উদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।