রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দক্ষিণ আফ্রিকা সিরিজ কঠিন হবে : মুশফিকুর

| প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ১১:১২ অপরাহ্ন

বাসস : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তারপরও ভালো কিছু করার প্রত্যাশা মুশির।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দেশ ছাড়ার আগে আজ সংবাদ সম্মেলনে মুশফিকুর বলেন, ‘দক্ষিণ আফ্রিকাতে আমাদের খুব ভালো রেকর্ড নেই। এটা এমন একটা জায়গা সেখানে সবগুলো দলই লড়াই করে। আমাদেরও হয়তো বা লড়াই করতে হতে পারে। আমরা অবশ্যই ভালো খেলার চেষ্টা করব। তাই সিরিজটি কঠিনই হবে।’

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিলো টাইগাররা। ঐ দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার মানে বাংলাদেশ। তাই এবারের সিরিজটিও কঠিন হবে বাংলাদেশের জন্য। এমন ধারনা অনেকেরই। তবে এমন ধারনার সাথে একমত নন মুশফিকুরের, ‘অনেকেই বলবেন, আমাদের কোনো সুযোগই নেই। কিন্তু আমি তাঁদের সঙ্গে একমত নই। এটাকে উচ্চাভিলাষী স্বপ্ন বলতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি দক্ষিণ আফ্রিকাকে আমরা হারাতে পারি, এই বিশ্বাসটা আমাদের থাকতেই হবে।’

দক্ষিণ আফ্রিকাকে হারানোর বিশ্বাস রাখছেন মুশফিকুর। কারণ সাম্প্রতিক সময়ে দেশ ও বিদেশের মাটিতে ভালো পারফরমেন্স করছে তার দল। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ড্র করে বাংলাদেশ।

এসব সাফল্য থেকে উদ্ধুত হয়ে মুশফিকুর বলেন, ‘সর্বশেষ খেলা বাংলাদেশ দলের চেয়ে আমরা এখন অনেক বেশি পরিণত দল। সম্প্রতি আমরা অনেক উন্নতি করেছি। আমরা যদি আমাদের স্কিলগুলো ভালো করে বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় আমাদের ভালো সুযোগ রয়েছে। এই বছর বড় দল গুলোর সঙ্গে আমাদের খেলা হয়েছে। আমরা ভালো করেছি। এবার দেশের বাইরে গিয়ে আমরা যদি দুটি ম্যাচ ভালো খেলতে পারি, তাহলে অন্যরকম একটা তথ্য দেয়া যাবে। কাজটা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। আমি আত্মবিশ্বাসী, আমাদের ছেলেরা অনেক ভালো খেলবে।’

নিজ থেকে বিশ্রামের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি সাকিব। তাই সাকিবের অভাব অনুভব করছেন মুশফিকুর, ‘সাকিবের মত খেলোয়াড় দলের জন্য বাড়তি শক্তি। তার কোন বদলি সম্ভব নয়। সাকিবের জায়গায় দুইটা খেলোয়াড়কে খেলাতে হয়। একটা বোলার, একটা ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে সাকিবের মতো খেলোয়াড়ের অভাব অনুভব করব।’