রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে কোর্সওয়ার্ক প্রদর্শনী

| প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৩ | ৬:২৭ অপরাহ্ন


চট্টগ্রাম : পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের কোর্সওয়ার্ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ২৪ ও ২৫ তম ব্যাচের শিক্ষার্থীদের জনসংযোগ ও সম্প্রচার কৌশল কোর্সের ৩টি ব্যবহারিক কাজ এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে প্রদর্শিত হয়।

মঙ্গলবার উক্ত প্রদর্শনীতে ২৪ ও ২৫ তম ব্যাচের শিক্ষার্থীরা ডিজিটাল পিআর থিমে ইন্সটিটিউশনাল ব্র্যান্ডিং টুল, বিভাগীয় প্রমো ভিডিও এবং সম্প্রচার কৌশল এবং প্রযুক্তি কোর্সের অধীনে ‘আনন্দ আছে কোথায়’ বিষয়ক ব্যতিক্রমী একটি টক-শো পরিবেশন করেন।

সহকারী অধ্যাপক দিলরুবা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ কোর্সওয়ার্ক প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে উক্ত বিভাগের সভাপতি জুয়েল দাশ বলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে আমরা শিক্ষার্থীদের তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক কাজের মাধ্যমে হাতে কলমে শিক্ষা প্রদান করে থাকি। যাতে তাঁরা কর্মজীবনে সাংবাদিকতার শিক্ষাকে কাজে লাগাতে পারে।

কোর্স শিক্ষক দিলরুবা আক্তার বলেন, বিভিন্ন প্রশিক্ষণ, ফিল্ডওয়ার্ক এবং প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা যে প্রায়োগিক শিক্ষা অর্জন করে তা তাদের পেশাগত জীবনে উৎকর্ষ সাধনে সহায়ক হবে।

শিক্ষার্থীদের এ ধরনের ব্যবহারিক কাজগুলো ভবিষ্যতে তাদেরকে পেশাগত জীবনে এগিয়ে রাখবে বলে মনে করছেন অন্যান্য শিক্ষকবৃন্দ। আগামীতে ব্যবহারিক কাজে আরও জোর দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিয়মিত ও আন্তরিকভাবে সহযোগিতা করেন।

এসময় প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিবুল ওয়াদুদ আলম, প্রভাষক তাসলিমা আক্তার ইরিনসহ সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।