রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অরবিট ক্রেডিট স্কুলে বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ

| প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৩ | ৩:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ অক্সিজেন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় স্কুল হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ এম এ আমিন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লায়ন মো. আমিরুল হক (এমরুল কায়েস), একুশে পত্রিকার প্রতিনিধি এম. বেলাল উদ্দিন, উপাধ্যক্ষ মো. তাইফুল ইসলাম রাসেল, সহকারী শিক্ষক জহিরুল হক কাইয়ুম, সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা মেরি, শাহজাহান সিরাজ, তানজিলা আকতার পায়েল, লিমা মজুমদার, কামরুন নাহার, হিরা আকতার, ইয়াসমিন সুলতানা, খুরশিদা খাতুন, শাহানাজ বেগম (চুমকি) প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস বলেন, ‘আজকে প্রকাশিত ফলাফলে তোমরা যারা গ্রেড কম পেয়েছো, তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীবার তোমরা আরও ভালো রেজাল্ট করবে। ভালো ফলাফল করার পাশাপাশি তোমাদেরকে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হতে হবে।’