
চট্টগ্রাম : ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র-মিলনায়তন সম্পাদক কায়সার হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
সোমবার (২৫ ডিসেম্বর) মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ-কিয়াম ও কবর জিয়ারত শেষে কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘কায়সার হোসেন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছাত্রনেতা, প্রগতির চাকা সচল রাখতে তিনি রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্ব ও সাংগঠনিক গুণাবলি ছিল বাকিদের চেয়েও আলাদা। বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের তার আদর্শিক ছাত্র রাজনীতি থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত।’
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম বলেন, ‘শহীদ ছাত্রনেতা কয়সার হোসেন বঙ্গবন্ধুর একজন আদর্শের উদীপ্ত সৈনিক ছিলেন। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সবসময় সোচ্চার ছিলেন, এমনকি রাজপথে আন্দোলন সংগ্রামে তিনি সবসময় আমাদের সাথে অগ্রভাগে থাকতেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ, লিটু দাস বাবলু, মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, রাজিব দত্ত রিংকু, আসিফ মুন্না, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ, কাজী আলমগীর, ফারুকুল ইসলাম অংকুর, মো. দেলোয়ার প্রমুখ।