
চট্টগ্রাম : জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার কর্মকর্তারা।
সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে লাইন্স ইন্টারন্যাশনালের ৫১তম ইসামি ফোরামের ব্যাংকুইড সেশন শেষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও ৫১তম ইসালামি ফোরাম ২০২৩ অর্গানাইজেশন কমিটি চেয়ারম্যান, লাইন্স ইন্টারন্যাশনালের প্রথম ইন্টারন্যাশনাল পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমদ, একুশে পদকপ্রাপ্ত সাবেক লাইন্স ইন্টারন্যাশনাল-৩১৫ বি এর গভর্ণর লায়ন এমএ মালেক, সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই), লায়ন জানে আলম, লায়ন জাবেদ আবছার চৌধুরী, লায়ন ডা. আইভি আবছার চৌধুরী, লায়ন গাজী আবু জাফর, লায়ন সাইফুল, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ, সংগঠক বিপ্লব চৌধুরী কাঞ্চন, তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমুখ।
সৌজন্যে সাক্ষাতে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের প্রকাশিত প্রস্পেক্টর, জীবনী শরীফ, বেলায়তে মোতলেকা, মাইজভাণ্ডার শরীফ পরিচিতি, তৌহিদে আদিয়্যান, হযরত কেবলা কাবার জীবনী শরীফ এবং লেখক লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই) এর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপির হাতে প্রদান করা হয়।