রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা ইরানের

| প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ১০:৩৮ অপরাহ্ন

তেহরান: ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শনিবার দেশটির প্রেস টিভি এ খবর জানায়। খবর সিনহুয়ার।

প্রেস টিভির ভিডিও ফুটেজে ইরানকে তাদের নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র খরামশহরের সফল পরীক্ষা চালাতে দেখা যায়। শুক্রবার রাজধানী তেহরানে সামরিক কুচকাওয়াজ উদ্বোধনের কয়েক ঘণ্টা পর এ পরীক্ষা চালানো হয়।

খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি শুক্রবার রাতে উৎক্ষেপণ করা হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।