রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবি অফিসার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

| প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৪ | ৭:৫৬ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির নবনির্বাচিত সভাপতি হায়দার জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা শাখার ডেপুটি রেজিস্টার ও প্রধান নির্বাচন কমিশনার মো দেলোয়ার হোসেন, চাকসু কেন্দ্রের ডেপুটি রেজিস্টার জাকের আহম্মদ, উপ হিসাব নিয়ামক মাসুদুল ইসলাম চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্টার মসিবুর রহমান, শহীদ আবদুর রব হলের পেশ ইমাম মোসলেম উদ্দিন, প্রকৌশল দপ্তরের সেকশন অফিসার রাশেদ করিম ও রেজিস্টার দপ্তরের সেকশন অফিসার হাবিবুল বাসার শান্ত।

সভায় অফিসার সমিতির সম্পাদক তার প্রতিবেদন ও ২০২৪-২৫ এর বাজেট উপস্থাপন করেন। এরপর সমিতির সভাপতি সকলের সম্মতিতে বাজেট অনুমোদন করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রদানসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।