শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের সতর্কতা

| প্রকাশিতঃ ১৫ জুন ২০১৬ | ৮:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মত ঈদ বাজার তদারকিতে নেমে পণ্যের ক্রয়মূল্যের সাথে বিক্রয়মূল্যের দুই থেকে তিনগুণ দামের পার্থক্য পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের প্রথম দিন ব্যবসায়ীদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়ছে এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার নগরীর টেরিবাজারে এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, টেরিবাজারের মোহাম্মদীয়া শপিংমল দিয়ে এ অভিযান শুরু হয়। এসময় বেশ কয়েকটি দোকানে ক্রয়মূল্যের সাথে বিক্রয়মূল্যের ব্যাপক পার্থক্য দেখা গেছে। স্টার প্লাস নামের এক দোকানে দেখা যায় কাপড় ভেদে তারা ২হাজার থেকে ৪হাজার টাকা লাভ করছিল। মেগামার্ট নামের একটি দোকান ঢাকার উর্দু রোড থেকে এক হাজার টাকায় কেনা পাঞ্জাবি বিক্রি করছে ৩ হাজার ৫০০ টাকায়।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, কাপড়ের বাজারে প্রথমবারের মত অভিযান হওয়ায় ব্যবসায়ীদেরকে মৌখিকভাবে সতর্ক করেছি। ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে সেন্ট্রাল সাউন্ড সিস্টেমে কাপড় বিক্রিতে সহনীয় মূল্য রাখা, ক্রেতাদের সাথে ভালো আচরণ করাসহ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।