শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

তুমব্রু-ঘুমধুম সীমান্তের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

| প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০২৪ | ৩:২৭ অপরাহ্ন


বান্দরবান প্রতিনিধি : মিয়ানমারের চলমান সংঘর্ষে গোলাগুলি-মর্টারশেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ সীমান্তে। এমন পরিস্থিতিতে তুমব্রু-ঘুমধুম সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, সীমান্তে গোলাগুলি এবং অস্থিরতা অব্যাহত থাকায় ৫ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি এরকম থমথমে থাকলে কালকেও বন্ধ থাকতে পারে।

বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, সীমান্তে আজকেও গোলাগুলি চলছে। একারণে মিশকাতুন্নবী মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না আসায় সেটি বন্ধ রয়েছে। সীমান্তে ৩টি স্কুল রয়েছে, সেখানে রাস্তা বন্ধ থাকায় তুমব্রু থেকে শিক্ষার্থীরা আসতে পারেনি।