রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কোরীয় উপদ্বীপে যুদ্ধে কেউ জয়ী হতে পারবে না : চীন

| প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৯:০৯ অপরাহ্ন

বেইজিং : চীন সতর্ক করে বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধ লাগলে তাতে কেউই জয়ী হতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন উত্তর কোরিয়ার এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার চীন সতর্ক করে এ কথা বলেছে।

খবর এএফপি’র।

চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লু কাং নিয়মিত ব্রিফিংকালে বলেন, চীন আশা করছে ওয়াশিংটন ও পিয়ংইয়ং বুঝতে পারবে যে তাদের মধ্যকার বাগযুদ্ধ কেবল সংঘাতের ঝুঁকি বাড়াবে এবং আলোচনার সুযোগ কমিয়ে দেবে।