রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইংলাকের ৫ বছরের সাজা

| প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ১০:০০ অপরাহ্ন

ব্যাংকক: থাইল্যান্ডের একটি আদালত বুধবার দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রাকে তার অনুপস্থিতিতেই পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে।

খবর এএফপি’র।

ইংলাক ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তার পর গত মাসে গোপনে দেশ ত্যাগ করেন। ইংলাক সরকারের ব্যর্থ চাল নীতি নিয়ে জান্তারা তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিচারক বলেছেন,‘অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আদালত এ সাজা প্রত্যাহার না করার বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছে।’