বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : পবিত্র কোরআন মুখস্থ করা চট্টগ্রামের বহদ্দারহাট এক কিলোমিটার দারুল হুফফাজ মাদ্রাসার ৮জন ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।
এরা হলেন— পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের করলিয়া পাড়া এলাকার মৃত এনামুল হকের ছেলে হাফেজ জুনাইদুল ইসলাম, ওসমান গণীর ছেলে হাফেজ তামিম, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মধুখালী এলাকার শাহাদাত হোসেনের ছেলে হাফেজ শাহ্ অলি উল্লাহ আবিদ, একই এলাকার আবুল হোসেনের ছেলে হাফেজ আকবর হুসাইন, গণ্ডামারা ইউনিয়নের সিকদার বাড়ীর আনোয়ারুল আজিমের ছেলে হাফেজ মাহিদুল ইসলাম, ছনুয়া ইউনিয়নের মধুখালী এলাকার চরপাড়ার রেজাউল পাশার ছেলে হাফেজ হাসান, একই এলাকার ইউসুফ আলীর ছেলে হাফেজ মোবাশ্বের, ছনুয়া ইউনিয়নের কাতেবপাড়ার এহসান আলীর ছেলে হাফেজ হামীম হাসান।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারুল হুফফাজ মাদ্রাসার হলরুমে হিফজ সনদ, পাগড়ি প্রদান ও বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারুল হুফফাজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে আল মোকাররমা মহিলা মাদরাসার পরিচালক হাফেজ ইলিয়াসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ও আল মুপ্তাহ ট্রাস্টের চেয়ারম্যান আবদুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির খালভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপঃ রেজিস্ট্রার কেরামত আলী, যুবলীগ নেতা এস এম জেড খসরু, সাংবাদিক এম. বেলাল উদ্দিন, তালিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, ফয়জুল আবরার মাদরাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মধুখালী একতা সংঘ’র সাধারণ সম্পাদক এম এ তারেক প্রমুখ।