রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে চলছে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট, জমজমাট প্রতিটি ম্যাচ

| প্রকাশিতঃ ১ মার্চ ২০২৪ | ৭:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম : হ্যান্ডবল একাডেমী চট্টগ্রামের ব্যবস্থাপনায় ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে চলছে ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক-বালিকা)।

আজ শুক্রবারের (১ মার্চ) প্রথম খেলায় মীর্জা আহমেদ ইস্পাহানি হাইস্কুল ৭-৩ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করেছে। বিজয়ী দলের সর্বোচ্চ গোলদাতা জুবায়ের (তিনটি)।

দ্বিতীয় খেলায় সিএমপি স্কুল এন্ড কলেজ ১৬-০৪ গোলে ক্যান্টমেন্ট পাবলিক কলেজকে পরাজিত করেছে। সর্বোচ্চ গোলদাতা মেহেদী হাসান (সাতটি)।

তৃতীয় খেলায় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৬-০১ গোলে লির্ডাস স্কুল এন্ড কলেজকে পরাজিত করেছে। সর্বোচ্চ গোলদাতা জেরিণ (১১টি)।

চতুর্থ খেলায় নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৬-২ গোলে মীর্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়কে পরাজিত করেছে। সর্বোচ্চ গোলদাতা আব্দুল্লাহ (দুটি)

পঞ্চম খেলায় ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ৫-২ গোলে লিডার্স স্কুল এন্ড কলেজকে পরাজিত করেছে। সর্বোচ্চ গোলদাতা জুনাইরা (দুটি)।

পরের খেলায় প্রবর্তক স্কুল এন্ড কলেজ ৬-০ গোলে রেলওয়ে এমপ্লয়ীজ গালর্স হাইস্কুলকে পরাজিত করেছে। সর্বোচ্চ গোলদাতা ছিং সিও (দুটি)।