লস এঞ্জেলেস (যুক্তরাষ্ট্র) : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার একটি মিউজিক কনসার্টে এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং একশরও বেশি আহত হয়েছে।
লাস ভেগাসের মেট্রো পুলিশ জোসেফ ল্যাম্বার্ডো সংবাদ সম্মেলনে বলেন, গোলাগুলিতে ঘটনাস্থলেই ২০ জন নিহত ও একশরও বেশি আহত হয়েছে।
খবর এএফপি’র।
তিনি আরো জানান, বন্দুকধারীকে পুলিশ হত্যা করেছে। সে একজন স্থানীয়।