রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘সাকিবের উপস্থিতি দলে প্রশান্তি এনে দেয়’

| প্রকাশিতঃ ২৯ মার্চ ২০২৪ | ৬:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম : সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ভরাডুবিতে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হার এড়াতে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অভিজ্ঞ এই অলরাউন্ডারের ফেরা দলে প্রশান্তি এনে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া গেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় লঙ্কানদের বিপক্ষে এই টেস্টে ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন পোথাস। শুক্রবার (২৯ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে পোথাস বলেন, ‘সাকিব ফিরলে এটা দলে প্রশান্তি এনে দেয়। পরামর্শ পাওয়ার জন্য শান্ত অতিরিক্ত একজনকে পাশে পাবে। খুব খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার সে, দলের পরিস্থিতি ঠান্ডা রাখতে পারে।’

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ দলে ফিরছেন সাকিব। গত ওয়ানডে বিশ্বকাপের সময় আঙুলে চোট পেয়ে ছিটকে যান তিনি। মধ্যে বিপিএল খেলেছেন, ডিপিএলে কটা ম্যাচ পেয়েছেন। তবে টেস্ট খেলেননি অনেক দিন। পোথাস মনে করেন, সাকিব দারুণ পেশাদার ক্রিকেটার। যে কারণে তার মানিয়ে নিতে অসুবিধা হবে না, ‘সাকিব দারুণ পেশাদার। সে জানে কী করতে হবে এবং কী করা যাবে না। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। দেখে মনে হচ্ছে সে ওজন কমিয়েছে। দলের সঙ্গে ভালো অনুশীলনও করেছে। তার বিপিএল ও ডিপিএল ভালো গেছে। তাকে দেখে বেশ ফুরফুরে মনে হচ্ছে। আমরাও দলে খুশি সাকিবকে চাই।’

সাকিবের আরও অনেক প্রশংসা করে পোথাস বলেন, ‘সাকিব দলে থাকা মানে যেকোনো দল ভাগ্যবান। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময় দারুণ ব্যাপার। তার প্রাণশক্তি দলের মধ্যে ছড়িয়ে পড়ে। সাকিব সব সময় দলকে কিছু না কিছু দেয়।’