শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার

| প্রকাশিতঃ ১৬ জুন ২০১৬ | ১২:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা থানার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড পূর্বজোন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের জাহাজ সিজিএস তৌহিদের কমান্ডিং অফিসার লে. কমান্ডার এম ফরহাদ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। ইয়াবাগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।