শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘কোরআন-সুন্নাহর আলোকে চলে তরিকায়ে মাইজভান্ডারী’

মাইজভান্ডারে বাবা ভান্ডারীর ওরস সম্পন্ন

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৪ | ১১:০১ পূর্বাহ্ন


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার অন্যতম প্রচারক, শাহ সূফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর ৮৮তম ওরস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলে উদযাপিত হয়েছে। হাজারো ভক্তের অংশ গ্রহণে শুক্রবার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ওরসের।

আখেরি মোনাজাতের পূর্বে বয়ানে শাহজাদা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁর একত্ববাদে বিশ্বাস করার জন্য। তাই আহমদ উল্লাহ ও গোলামুর রহমান মাইজভান্ডারী কাছ থেকে আমরা তরিকায়ে মাইজভান্ডারী পেয়েছি। এই তরিকা কোরআন সুন্নাহর আলোকে চলে। কোরআন সুন্নাহর মধ্যে যা আছে তাই তরিকায়ে মাইজভান্ডারীর মধ্যে নিহিত। তারা এই ক্ষমতাবলে ইসলাম প্রচার করেছেন, কোরআন-সুন্নাহ প্রচার করেছেন।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে আউলিয়াদের মরণে ও বিপদের ভয় নেই, রোগ-ব্যাধির ভয় নেই। আল্লাহ তাদের মুক্ত রেখেছেন দ্বীনের প্রচার, কোরআন সুন্নাহর প্রচার করতে।

বয়ান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।

আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার হতে শুরু হওয়া ওরসে হাজারো ভক্তের সমাগম ঘটে। মাইজভান্ডার এলাকার চতুর্পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে বসে লোকজ মেলা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ‘পবিত্র রোজা রেখে সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভক্তরা স্বাচ্ছন্দে দরবারে আসা-যাওয়া করতে পেরেছেন।’