রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মাঠে নামছে চেন্নাই-কলকাতা, খেলবেন কি মুস্তাফিজ

| প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০২৪ | ৩:৩০ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইর জার্সিতে শুরুটা দারুণ হয়েছিল টাইগার পেসারের। তিন ম্যাচের দুটিতেই জয় পেয়েছে চেন্নাই; যেখানে নিজের পকেটে নিয়েছেন ৭ উইকেট। এরপর আইপিএলের মাঝপথে হুট করেই বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজ সারতে ঢাকায় আসেন টাইগার পেসার।

এর আগে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ থাকলেও সেদিন বাংলাদেশে ছিলেন বাঁহাতি এই পেসার। যার ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাংলাদেশের এই পেসারকে পায়নি চেন্নাই সুপার কিংস। চোটের কারণে একই ম্যাচে খেলা হয়নি মাথিশা পাথিরানা। ধীরগতির উইকেট ‘পর্যাপ্ত’ রান তোলার পরও চেন্নাইকে জেতাতে পারেননি বোলাররা। ফলে বাঁহাতি এই পেসাররের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অবশ্য জানা যায়, ভিসা সংক্রান্ত কাজ শেষে ইতিমধ্যে অবশ্য চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। এর আগে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে চেন্নাই। যেখানে প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পায় রুতুরাজ গায়কোয়াড়ের দল।

তবে এরপরই ছন্দপতন। প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে কেকেআরের বিপক্ষে আজ ফিজকে মাঠে পাওয়া যাবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।

চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। তাছাড়া হারের বৃত্তে থাকা চেন্নাই জয়ে ফিরতে এদিন একাদশে দেখা যেতে পারে টাইগার পেসারকে। কেননা ঘরের মাঠে বেশ কার্যকরী ফিজ। সবমিলিয়ে, কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।