শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইলেক্ট্রনিক্স পণ্যসহ তিনটি কাভার্ড ভ্যান আটক

| প্রকাশিতঃ ১৭ জুন ২০১৬ | ৫:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম বন্দর থেকে ইলেক্ট্রনিক্স পণ্য বোঝাই তিনটি কাভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার দুপুরে মিথ্যা ঘোষণায় কম শুল্কে খালাসকালে বন্দরের ৫ নম্বর গেট থেকে এসব পণ্য আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র জানায়, আমদানিকারক দোলোয়ার ্এন্টারপ্রাইজ পণ্যটিকে এলইডি একসেসরিজ হিসেবে ৩৭ দশমিক ৭ শতাংশ শুল্ক দেন। কিন্তু বাস্তবে পাওয়া যায় ফিটিংসহ এলইডি লাইট যার শুল্ক ১২৯ দশমিক ৫৮ শতাংশ। শুক্রবার বিষয়টি তদন্ত করে এক কোটি টাকা শুল্ক ফাঁকি পাওয়া গেছে। এরপর বন্দরের ৫ নম্বর গেট থেকে ইলেক্ট্রনিক্স পণ্য বোঝাই (ঢাকামেট্রো ট-১১-৮০৮৪, ঢাকামেট্রো ট-১৪-১৮৬৮ ও ঢাকামেট্রো ট-১১-০৯৭৩) কাভার্ড ভ্যান তিনটি আটক করা হয়।

আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান।