শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কাল চট্টগ্রামসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস

| প্রকাশিতঃ ১৭ মে ২০২৪ | ৭:০৬ অপরাহ্ন


ঢাকা : সারাদেশে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। এতে আজ শুকবার (১৭ মে) সকাল থেকেই গরম অনুভব করছেন সারা দেশে মানুষজন। তীব্র গরম আর ঘামে নাস্তানাবুদ অবস্থা সবার। তবে আগামীকাল ছয় বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে শনিবার থেকে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।