চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- ইউসুফ কবির, বিশ্বজিৎ শর্মা ও কায়সার হামিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নামে স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে একদল ছাত্রলীগ কর্মী। ক্যাম্পাসে আগে থেকেই অবস্থান নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। আ জ ম নাছিরের নামে স্লোগান দেয়া নিয়ে প্রথমে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় লাটির আঘাতে তিন ছাত্রলীগ কর্মী আহত হন।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, কয়েকজন যুবক এক নেতার নামে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে আমাদের উপর হামলা চালায়। এতে কলেজ ছাত্রলীগের তিন কর্মী আহত হয়। তাদেরকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।