
চট্টগ্রাম : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটিতে (২০২৪-২৫) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ।
শুক্রবার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আসাদ ছাত্রজীবনে যুক্ত ছিলেন ছাত্ররাজনীতির সঙ্গে। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত।
এছাড়া আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব সভাপতি। এছাড়া মহাসচিব নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের (কাজী মনির)।
আংশিক কমিটিতে সহ সভাপতি হিসেবে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিকাইল ইসলাম নির্বাচিত হয়েছেন।