
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল এবং লেবাননের সশত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে পারবে না।’
শুক্রবার নিউইয়র্কে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘ব্লু লাইন বরাবর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হয়েছি। কারণ উভয় পক্ষের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত করে যেন একটি সর্বাত্মক যুদ্ধ আসন্ন।’
মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের বিরুদ্ধে সতর্ক করে গুতেরেস বলেন, ‘একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ- একটি ভুল হিসাব- এমন একটি বিপর্যয় ঘটাতে পারে যা কল্পনার বাইরে।’
তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই অঞ্চলের মানুষ এবং বিশ্বের জনগণ লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার সামর্থ্য রাখে না।’
নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর পূর্ণ বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘শিশু, সাংবাদিক এবং চিকিৎসা কর্মীদের কখনই টার্গেট করা উচিত নয়।’
গুতেরেস ‘দুপক্ষের এই যুদ্ধ শুধুমাত্র লেবানন এবং ইসরায়েলের সম্প্রদায়ের জন্য আরও দুর্ভোগ, আরও বিধ্বংসী নয় বরং এই অঞ্চলের জন্য আরও সম্ভাব্য বিপর্যয়কর পরিণতি নিয়ে আসবে।’
মহাসচিব বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা প্রশমন এবং দুপক্ষের মধ্যে হিসাবের কোনো গরমিল যাতে না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বকে জোরেশোরে ও পরিষ্কার করে বলতে হবে, অতিদ্রুত উত্তেজনা নিরসন করা অপরিহার্য এবং এর কোনো সামরিক সমাধান নেই।
একটি স্থায়ী যুদ্ধবিরতিই একমাত্র টেকসই সমাধান উল্লেখ করে গুতেরেস জোর দিয়েছিলেন, ‘আমরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি, জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের একটি বাস্তব পথের জন্য চাপ অব্যাহত রেখে তা করি।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।
গত সাত মাসের বেশি সময় ধরে এই যুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত ১৪ ইসরায়েলি সেনা নিহত এবং ১০ বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। আর আইডিএফের পাল্টা হামলায় কমপক্ষে লেবাননে ৪১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৮০ জনই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
এছাড়া দুপক্ষের যুদ্ধের কারণে গত সাত মাসে লেবানন-ইসরায়েল সীমান্তের দুই প্রান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
সূত্র: আনাদোলু