
খাগড়াছড়ি : ২০২৪ সালেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি আবারও জেলায় শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে।
জানা গেছে, সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১৫০ অংশগ্রহণ করে ১৪৯ জন পাশ করেছেন। পাশের হার ৯৯.৩৩ শতাংশ। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫১ জন শিক্ষার্থী।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েতে আলম পিএসপি এ সাফল্যের জন্য উত্তীর্ণ শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
২০০৫ সালে খাগড়াছড়ি শহরের উপকণ্ঠে সেনানিবাসের প্রবেশমুখে সাড়ে ৯ একর জায়গা নিয়ে গড়ে ওঠে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয় একাডেমিক কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে নার্সারি দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।