রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাকলিয়াবাসী দেবে না : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৭ | ৮:৫৭ অপরাহ্ন

সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাকলিয়াবাসী দেবে না বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বাকলিয়াবাসীকে তিনি অভয় দেন; বলেন, বর্ধিত কর তো দেবেনই না, বরং আগের নির্ধারিত কর থেকেও কমিয়ে আনতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাকলিয়াবাসীর পাশে থাকার ঘোষণা দেন ডা. শাহাদাত।

সিটি করপোরেশনের অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা দেন।
রোববার বিকেলে স্থানীয় লিজা কমিউনিটি সেন্টারে বাকলিয়া থানা বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই মেয়র সাহেব জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবে। কোন রক্তচক্ষুকে ভয় করবে না।

বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি মোঃ আলী , অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা হাজী নবাব খান, যুগ্ম সম্পাদন ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলমগীর নুর, সহ-প্রচার সম্পাদক মো: শাহাজান, হাশেম সওদাগর, ইসমাইল বাবুল, মো: ইউছুপ, আবদু ছবুর, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি- আব্দুল্লাহ আল ছগীর, মহিলা দলের নেত্রী শাহিদা আকতার, ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাত, থানা মহিলা দল নেত্রী মুন্নি আকতার, কামরুন্নাহার, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, ইসমাইল শরীফ, হাজী মো: ইউনুছ, যুবদল নেতা এমদাদুল হক বাদশা, ছাত্রদল নেতা মোস্তাকিম মাহমুদ, আজিজুল হক মাসুম প্রমুখ।