চট্টগ্রাম : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার। এরপর মৌসুমী প্রতিযোগিতা উপলক্ষে একাডেমি মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিশু একাডেমির জেলা সংগঠক নারগীস সুলতানার সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার ও বিশিষ্ট শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেনীর শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেলে-মেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও বিনোদনসহ সবদিকে এগিয়ে গেলে আমাদের এ দেশ আগামীতে সোনার বাংলায় পরিণত হবে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে সৃজনশীল, মননশীল ও মানসম্মত পাঠদানে উদ্বুদ্ধ করা গেলে তারা একদিন আলোকিত মানুষ হয়ে দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে। সাহিত্যে-সংস্কৃতি চর্চায় তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। এ লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। আমরা নতুন প্রজন্মের শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই।
চট্টগ্রাম অঞ্চল পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় বিভাগের অধীন চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাসহ মোট ১০টি জেলা থেকে ৪টি বিষয়ে ১ম স্থান অধিকারী দল প্রতিযোগিতায় অংশ নেন। বিষয়গুলো হচ্ছে- জ্ঞান-জিজ্ঞাসা, দেশাত্ববোধক জারি গান, দলীয় নৃত্য ও উপস্থিত বির্তক প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিচারকদের সুষ্ঠু রায়ে ‘জ্ঞান-জিজ্ঞাসা’ বিষয়ে- দলীয়ভাবে চাঁদপুর জেলা ১ম, কক্সবাজার জেলা ২য় ও চট্টগ্রাম জেলা ৩য় স্থান অধিকার করে। ‘দেশাত্ববোধক জারি গান’ বিষয়ে দলীয়ভাবে চট্টগ্রাম জেলা ১ম, চাঁদপুর জেলা ২য় ও ফেনী জেলা ৩য় স্থান অধিকার করে। ‘দলীয় নৃত্য’ বিষয়ে- দলীয়ভাবে কুমিল্লা জেলা ১ম, নোয়াখালী জেলা ২য় ও বান্দরবান জেলা ৩য় স্থান লাভ করে। ‘উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা’য় দলীয়ভাবে কুমিল্লা জেলা ১ম, চট্টগ্রাম জেলা ২য় ও ফেনী জেলা ৩য় স্থান পায়।
একই দিন বিকেল সাড়ে ৪টায় অঞ্চল পর্যায়ে অনুষ্ঠিত মৌসুমী প্রতিযোগিতায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমি প্রোগ্রাম অফিসার ও বিশিষ্ট শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া।
আগামী ২৫ ও ২৬ অক্টোবর ২০১৭ ইং বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐ দিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় পর্যায়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। অঞ্চল পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় ৪টি বিষয়ে ১ম স্থান অধিকারকারী দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য মৌসুমী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলদের আগামী ২৪ অক্টোবর ২০১৭ ইং মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমিতে রিপোর্টিং করতে হবে। রির্পোটিংয়ের সময় প্রতিযোগীর ২ কপি ফটো, উপজেলা ও জেলার সার্টিফিকেট (মূলকপিসহ ফটোকপি), জন্মনিবন্ধন সনদ, শ্রেণির প্রত্যায়নপত্রের মূলকপি ও ফটোকপি সাথে আনতে হবে।
উল্লেখ্য যে, চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে দলীয়ভাবে ৪টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছে- ‘জ্ঞান-জিজ্ঞাসা’ প্রতিযোগিতা বিষয়ে- চাঁদপুর জেলার শাদিয়া আফরোজ, তাহমিনা সোলতানা, নাফিসা আক্তার অহনা ও বিএম সিফাতুন নূর- ১ম স্থান, ‘দেশাত্মবোধক জারী গান’ প্রতিযোগিতা বিষয়ে- চট্টগ্রাম জেলার অর্ণা দে, রেশমী শীল, বীথি সুশীল ও মীম ভট্টাচার্য্য-১ম স্থান, ‘দলীয় নৃত্যৃ’ প্রতিযোগিতা বিষয়ে- কুমিল্লা জেলার মেহেরিন মুনতাহা, মিলি ভৌমিক, অধরা ভৌমিক ও দেবলিনা পাল দিবা-১ম স্থান এবং ‘উপস্থিত বিতর্ক’ প্রতিযোগিতা বিষয়ে কুমিল্লা জেলার- মাহামুদা আক্তার মুমু, ইসরাত জাহান স্মৃতি, নাওয়ার শারমিলি ও সুমাইয়া জান্নাত ঐশী-১ম স্থান অধিকার করেন