মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পুত্রসন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’

প্রকাশিতঃ ১১ জুলাই ২০২৪ | ৩:১৫ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : পুত্রসন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে পরিচিত অভিনেতা চাষী আলম। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম।

তিনি জানান, গতকাল ১০ জুলাই দিবাগত রাত ৩টার দিকে একটি হাসপাতালে তার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

গত বছরের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।

চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী আলম অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।