বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

শাহাদাতে কারবালা মাহফিল: আজ বক্তব্য রাখবেন ভারতের মাহমুদ আশরাফ আশরাফী

| প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৪ | ৬:৩৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসুলের স্মরণে দশদিন ব্যাপী ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলে আজ রবিবার (১৪ জুলাই) বক্তব্য রাখবেন কায়দে মিল্লাত ভারতের কাসওয়াসা দরবার শরীফের সৈয়দ মাহমুদ আশরাফ আশরাফী।

মাহফিলের সপ্তম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কায়দে মিল্লাত। সভাপতিত্ব করবেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান।

দশ দিনব্যাপী ৩৯ তম মাহফিলে প্রতিদিন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখবৃন্দ আহলে বায়তে রসুলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিদের উপস্থিত হওয়ার বিনীত আহ্বান জানিয়েছেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এই মাহফিলের আয়োজন করেছে।