শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

| প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ন


ঢাকা : অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এর জন্য প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে।

প্রতিমন্ত্রী পলক বিনিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও ইঙ্গিত দিয়েছেন যে, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকেই মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণেই ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে ‘টেন মিনিট স্কুল’-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এখনো কোনো মন্তব্য করেননি।