রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দ্বৈতনীতির রাজনীতি বন্ধ করুন : ড. হাছান মাহমুদ

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৭ | ৫:৩৩ অপরাহ্ন

ঢাকা : বিএনপিকে দ্বৈতনীতির রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত “রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাজীবন বিএনপি ভারতবিরোধী রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু যখন নির্বাচনের সময় আসে এবং কোন সমস্যায় পড়ে তখন তাদের মধ্যে ভারতপ্রীতি দেখা দেয়। আমি তাদেরকে বলবো দয়া করে এই দ্বৈতনীতি বন্ধ করুন।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া রাজনৈতিক দৈন্যদশায় ভূগছেন। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজের সাথে অনেক অনুনয় বিনয় করে দেখা করার সুযোগ পেয়েছেন। সেটাও আবার তার কার্যালয়ে নয়, একটি হোটেলে। এতেই বোঝা যায় তিনি (খালেদা জিয়া) কেমন রাজনৈতিক দীনতায় ভুগছেন।

তিনি বলেন, দেশে যখন হাওড়ে দুর্যোগ দেখা দিয়েছিল তখন এবং রোহিঙ্গা সংকটের সময় বিএনপি নেত্রী দেশে না এসে লন্ডনে বসে ছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে আসার খবর পেয়ে তিনি খালেদা জিয়া দেশে চলে আসলেন। কােনোভাবে তার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে বাংলাদেশে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে কথা বলেছেন। সুষমা সরাজ তাকে জানিয়ে দিয়েছেন ভারতেও যে সরকার ক্ষমতায় থাকে তার অধিনেই জাতীয় নির্বাচন হয়ে থাকে। আশাকরি এতেই খালেদা জিয়া জবাব পেয়ে গেছেন।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে আর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারই নির্বাচনের সময় সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে বিশ্ববাসী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী, অতীতেও বাংলাদেশে অনেকবার এ সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এবার মিয়ানমারকে বিশ্ববাসী যত চাপ প্রয়োগ করছে অতীতে তা কখনো করেনি। সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীনভাবে ভারতের পরাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ সমর্থন জানিয়েছেন বলেও জানান সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক ছাত্রনেতা গোলাম সরওয়ার কবির প্রমুখ।