মিরসরাই (চট্টগ্রাম): দেশব্যাপী মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিবাদের উত্থান, গুপ্তহত্যা, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াঁও এই শ্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ের মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (১৯ জুন) বিকালে মিরসরাই সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ডেপুটি কমান্ডার নুজরুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামীলিগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা।
বক্তারা বলেন, দেশে একটি মহল গুপ্তগত্যা শুরু করেছে। তারা দেশের উন্নয়ন সহ্য করতে পারছেন না। বর্তমান সরকার যখন স্বাধীনতা বিরোধীদের বিচার করছে, তখন কারা এর বিরোধীতা করছে তা সবারই জানা আছে। তাঁরা দেশের জনগনকে সচেতন থেকে এসব দেশ বিরোধীদের ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। মানন বন্ধন শেষে মুক্তিযোদ্ধারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌন মিছিল করেন।
মানব বন্ধনে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার শত শত মুক্তিযোদ্ধা অংশ নেয়।