
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল বুধবার (১৭ জুলাই) মানিকছড়ি বাজারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম।
আরও বক্তব্য রাখেন মাওলানা শামসুল হক, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা আব্দুর রহিম ফারুকী, হাফেজ মো. ওমর ফারুক।
বক্তারা আদর্শ সমাজ বিনির্মাণে পরিষদের ভূমিকার কথা তুলে ধরেন এবং আল্লাহর আইন-কানুন ও মহানবী (সা.) এর সুন্নাহর আলোকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।