বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নগরীর জেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে লালদিঘীর পাড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে রূপ নেয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য শেখ রাসেল, চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, চকবাজার থানা ছাত্রদলের সভাপতি নুরুল আলম শিপু প্রমুখ।
মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে গাজী সিরাজ বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একজন সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তিত্ব। ১/১১ থেকে শুরু হয়ে আজ অবধি তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়ে আসছে। তাকে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন ভূয়া ও কাল্পনিক মামলায় জড়িত করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো মামলায় তারেক রহমানকে দোষি প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ। বরঞ্চ আদালত কর্তৃক বিভিন্ন মামলায় তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন। এ থেকেই প্রমাণিত হয় যে, আওয়ামী লীগ ও তার দোসররা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। মূলতঃ তারেক রহমানের জনপ্রিয়তা ও রাজনৈতিক দুরদর্শিতা দেখে ঈর্ষান্বিত হয়েই তারা এসব নোংরা খেলায় মেতে উঠেছে। এটি কোন জাতির জন্য শুভ লক্ষণ নয়। তিনি বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। কিন্তু তারপরও তারেক-আতঙ্কে ভুগছে আওয়ামীলীগ। সুদূর প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের মানুষ ও রাষ্ট্রের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন। এদেশের মানুষের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন। তাই তিনি আওয়ামীলীগ ও তাঁর দোসরদের প্রতিহিংসার শিকার। জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই এ সকল ষড়যন্ত্র ও নোংরামির দাতভাঙ্গা জবাব দিবে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের জনগণের মাঝে ফিরে আসবেন।