শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফেসবুক অচল, উদ্যোক্তারা বিপর্যস্ত

| প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৪ | ১০:২৭ অপরাহ্ন


ঢাকা : বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকায় ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফেসবুকের মাধ্যমে পণ্যের প্রচার ও বিক্রি অনেকটাই নির্ভরশীল হওয়ায় ফেসবুক বন্ধ থাকার কারণে ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে।

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ জানান, তাদের প্রতিদিনের গড় ফরমাশ ছয়-সাত হাজার থেকে কমে দুই হাজারে নেমে এসেছে।

ই-কমার্স সাইট হোলসেল প্লাসের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ বলেন, তাদের মাধ্যমে চীন থেকে পণ্য কিনে ফেসবুকে বিক্রি করা অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন জানান, এ খাতে প্রায় ৫ লাখ উদ্যোক্তা ও ১৫ লাখ কর্মী জড়িত এবং ১০ দিনে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের সভাপতি নাসিমা আকতার জানান, তাদের ১৪ লাখ সদস্যের মধ্যে সাড়ে ৪ লাখ নারী উদ্যোক্তা প্রতিদিন গড়ে দেড় হাজার টাকার পণ্য বিক্রি করেন। ফলে ইন্টারনেট বন্ধ থাকায় প্রতিদিন ৬৭-৬৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফেসবুক পেজভিত্তিক ব্যবসায়ীরাও জানিয়েছেন, ফেসবুক বন্ধ থাকায় তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সবাই দ্রুত ফেসবুক চালুর দাবি জানিয়েছেন, যাতে তারা তাদের ব্যবসা পুনরুদ্ধার করতে পারেন।